ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট


প্রকাশ: 10/10/2023


Thumbnail

হামাস ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার রাশিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে মিডেল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট শিগগিরই মস্কো সফর করবেন বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার সংবাদমাধ্যম আরবিসি নিউজ আউটলেট মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফালের বরাত দিয়ে সোমবার রাতে জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মস্কো সফর করবেন বলে আশা করা হচ্ছে। একটি চুক্তি হয়েছে যে, প্রেসিডেন্ট আব্বাস মস্কোতে আসবেন।  এই সফর কখন হবে, সে বিষয়ে আমরা রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছি।’




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭