ইনসাইড গ্রাউন্ড

টপ অর্ডার ধ্বসালো টপলি তবে স্বস্তি লিটনে


প্রকাশ: 10/10/2023


Thumbnail

তানজিদ তামিম তারপর শান্ত। এরপর অধিনায়ক সাকিব চলে গেলেন। শেষ পর্যন্ত টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে পারলেন না মেহেদি হাসান মিরাজও। যদিও মিরাজ বেশ কয়েকটি ম্যাচ ধরে রানের মধ্যে আছেন। আজ ব্যাটিংয়ে আসেন পাঁচ নম্বরে। বাংলাদেশের এই ব্যাটিং দূর্যোগে যেখানে বড় ইনিংস খেলার দরকার ছিল এই মোক্ষম সময়ে সেখানে ব্যর্থ হলেন তিনি।

নবম ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৭ বলে ৮ রান।

প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছিল ৪ উইকেটে ৫৭ রান। ইংলিশরা এই জায়গায় তুলনামূলক ভালো অবস্থানে ছিল। তারা পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়ে করেছিল ৬১ রান।

লিটন ধুকতে থাকা বাংলাদেশকে টেনে নেওয়ার চেষ্টা করছেন। অনেক ম্যাচ পর আজ লিটনের ব্যাট হেসেছে। লিটন ব্রিটিশদের পাহাড়সম রানের বিপরীতে ৩৮ বলে ৫০ রান তুলে নেন।

লিটন ৫১ বলে ৫৯ রান নিয়ে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছে অভিজ্ঞ মুশি। মুশি আছেন ২৫ বলে ১৪ রানে। বাংলাদেশ ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭