ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা পরাজয়ের দিকেই নিয়ে যাচ্ছে


প্রকাশ: 10/10/2023


Thumbnail

ইংলিশ বোলার টপলির কাছে একে একে আত্মসমর্পণ করলো বাংলাদেশের টপ অর্ডার। লিটন তার দায়িত্ব পালন করে আলগা বলে খোঁচা দিয়ে আলগা আউটই হলেন। অর্ধশত করার পর যেন ইনিংটাকে বড় করতে হবে সে জায়গায় বার বারই যেন লক্ষ্যহীন। তিনি মোটামুটি ভরসা হয়ে ওঠার পরই আউট হয়ে যান। লিটুর আউটের পর ভাঙে মুশফিকের সঙ্গে ৭৫ বলে ৭২ রানের জুটি।

লিটনের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ তাওহীদ হৃদয়। যদিও একবার এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান এই হৃদয়।  

৬১ বলে মুশফিক তার অর্ধশত রান পুরো করেন। এরপর আর এক রান করেই টপলির শিকারে পরিণত হন। টপলির বাউন্সি বলে আপার কাটে টাইমিং হয়েছে ভালো। তবে সেটি সরাসরি গেছে ডিপ থার্ডম্যান অঞ্চলে থাকা আদিল রশিদের হাতে। নির্ভরযোগ্য ব্যাটারদের একে একে বিদায়ের মাধ্যমে বাংলাদশের পরাজয় এখন শুধু সময়ের অপেক্ষা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭