কালার ইনসাইড

শুটিংয়ে ঐশ্বরিয়ার পাহারায় ছিলেন ৫০ জন দেহরক্ষী!


প্রকাশ: 11/10/2023


Thumbnail

ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেক বছর ধরেই তার রূপে-গুণে মুগ্ধ হয়ে পরিচালকরা নায়িকা করেছেন তাদের সিনেমাতে। অনেকেই মনে করেন, অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েই ‘যোধা আকবর’ ছবিতে নির্বাচন করেছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। ওই ছবিতে রানি যোধাবাঈয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

এক কথায় ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেক বছর ধরেই তার রূপে-গুণে মুগ্ধ হয়ে পরিচালকরা নায়িকা করেছেন তাদের সিনেমাতে।

সেই সিনেমায় আকবরের চরিত্রে ছিলেন হৃতিক রোশন। তবে ছবিতে আলাদা করে ঐশ্বরিয়ার সাজ-পোশাক প্রশংসিত হয়।

শোনা যায়, ঐশ্বরিয়াকে সাজাতে কোনো কমতি রাখতে চাননি পরিচালক। ছবিতে যে অলঙ্কারে থেকে সাজানো হয়েছিল, তার পুরোটাই তৈরি করা হয় সোনা দিয়ে। মোট ৭০ জন শিল্পী একসঙ্গে তৈরি করেছিলেন সেই নজরকাড়া গহনা। শুটিংয়ের সময় যে গহনা অভিনেত্রীর পরনে ছিল। তার মোট ওজনও নেহাত কম ছিল না।

সূত্রের খবর, ছবিতে ঐশ্বরিয়া অনেক গহনা পরেছিলেন। এখানেই শেষ নয়। মূল্যবান গহনা যেন চুরি না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন আশুতোষ। শুটিং ফ্লোরে ঐশ্বরিইয়ার সুরক্ষার জন্য মোট ৫০ জন দেহরক্ষীকে মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, ‘যোধা আকবর’ বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি ফ্যাশনেও নতুন ধারা শুরু করেছিল। বাজারে ঐশ্বরিয়ার ব্যবহৃত অলঙ্কারের ধাঁচে তৈরি গহনার চাহিদা বেড়ে গিয়েছিল। ২০০৮ সালে মুক্তি পায় ‘যোধা আকবর’।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭