ইনসাইড বাংলাদেশ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় এবার হল থেকে বহিষ্কার সেই ৬ ছাত্রলীগ কর্মী


প্রকাশ: 12/10/2023


Thumbnail

সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঢাকা কলেজের শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের বহিষ্কৃত ৬ ছাত্রলীগ নেতাকে এবার কলেজের ছাত্রাবাস থেকেও বহিষ্কার করেছে ক্যাম্পাস প্রশাসন।

বুধবার (১১ অক্টোবর) তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ।

কলেজ প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের দোষ প্রমাণিত হওয়ায় আগামী সোমবারের (১৬ অক্টোবর) মধ্যে বহিষ্কৃতদের ছাত্রাবাস থেকে বের করে দিতে কলেজের আবাসিক (হল) কমিটিকে নির্দেশনা দিয়েছে প্রশাসন।

ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্লেষণ করে ৬ জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে পদক্ষেপ নিতে হল কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কোন ঘটনা যাতে না ঘটে সে জন্যও হল কমিটিকে সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ ঘটনায় বহিষ্কৃতরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী রাউফুর রহমান সোহেল, একই বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আবরার হোসাইন সাগর, সমাজবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ, হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সজিব আহসান ও বোটানি বিভাগের একই বর্ষের ছাত্র এবিএম আলামিন। তারা সবাই ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ছিলেন। তবে রাউফুর রহমান সোহেলের ছাত্রত্ব শেষ হলেও তিনি এতদিন অবৈধভাবে ছাত্রাবাসে থাকতেন বলে জানা গেছে।

গত (২৭ সেপ্টেম্বর) বুধবার ঢাকা কলেজের শহীদ ফরহাদ ছাত্রাবাসের গেস্টরুমে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্য ও ডেইলি বাংলাদেশের কলেজ প্রতিনিধি ফয়সাল আহমেদকে মারধর করে ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী। এ নিয়ে অনলাইন মাধ্যমসহ জাতীয় গণমাধ্যমে নিউজ হলে তার জেরে পরদিন বৃহস্পতিবার রাত ১২টা থেকে দীর্ঘ ১৮ ঘণ্টা ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও বাংলা ট্রিবিউনের কলেজ প্রতিনিধি ওবাইদুর সাঈদকে একই ছাত্রাবাসে আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে রাউফুর রহমান সোহেলের নেতৃত্বে সোহাগ সরকার, চমক ও সাব্বিরসহ আরো অনেকে তার ফোন কেড়ে নেয়। পরদিন শুক্রবার সোহেল ওবাইদুর সাঈদকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। ফোন কেড়ে নেয়ার পর সাংবাদিকদের সাথে কথোপকথন, ব্যক্তিগত বিষয় স্কিনশট ও ভিডিও করে নেয়। বিকাশে থাকা ৩৭০০ টাকাও হাতিয়ে নেয় তারা। পরে ওবায়দুরকে ক্যাম্পাস প্রশাসনের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ক্যাম্পাস প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় সমালোচনা শুরু হলে তড়িঘড়ি করে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে এম ইলিয়াসকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি করে ঢাকা কলেজ প্রশাসন।

উল্লেখ্য, কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দোষীদের ছাত্রত্ব বাতিল করার দাবি তোলা হয়েছিলো।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭