ইনসাইড পলিটিক্স

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে জাসদের বিক্ষোভ


প্রকাশ: 12/10/2023


Thumbnail

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নির্বিচার বোমা হামলা, বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবরোধের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা, প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে। 

মিছিল শুরুর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, তথ্য গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামি, জাসদ নেতা হুমায়ুন সরদার, জাকির হোসেন, জাসদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যুগের পর যুগ ইসরাইলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট, ইউরোপীয় দেশগুলো প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়। তারা ফিলিস্তিনিদের জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের প্রতি জাসদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

তারা বলেন, বেদখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরাইলিদের চলে যাওয়া বা বিতাড়ন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭