ইনসাইড গ্রাউন্ড

প্রথম বলেই ‘শূন্য’ রানে আউট অধারাবহিক লিটন


প্রকাশ: 13/10/2023


Thumbnail

সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন দাসের। রানের সাথে তার যেন আড়ি। রানের দেখা পাচ্ছেন না তিনি। বেশ কয়েক সিরিজ ধরেই দেখা যাচ্ছে অধারাবাহিক এক লিটনকে।

বিশ্বকাপে বাংলাদেশর তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। আর ইনিংসের শুরুর প্রথম বলেই আউট হয়ে যানে লিটন।

ট্রেন্ট বোল্টকে প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলেছেন লিটন। তিনি লেংথ বলটি ঘুরিয়ে মারার সঙ্গে সঙ্গে ডিপ ফাইন লেগে থাকা ম্যাট হেনরির কাছে বল চলে যায়। ক্যাচ আউট হয়ে শূন্য রানে মাঠ ছাড়েন লিটু।  

ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম বার মুখোমুখি প্রথম বলেই আউট হলেন লিটন। ওপেনিংয়ে নেমে এটি তার চতুর্থবারের মতো শূন্য রানে আউট হওয়ার ঘটনা।

ইনিংসের প্রথম বলে এ নিয়ে দ্বিতীয়বার আউট হলেন লিটন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে আউট হয়েছিলেন ইনিংসের প্রথম বলে। তবে ম্যাচের প্রথম বলেই আউট হলেন এবারই প্রথম।

বিশ্বকাপের এই ৩টি ম্যাচে লিটন উল্লেখ করার মতো ইংল্যান্ডের বিপক্ষে করেছে ৭৬ রান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭