কালার ইনসাইড

ভবিষ্যতে যদি অভিনয় নাও করি, কোনো আক্ষেপ থাকবে না: নুসরাত


প্রকাশ: 13/10/2023


Thumbnail

শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি হলে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্র পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এই চরিত্রে অভিনয় করতে পেরে বেশ গর্বিত তিনি। বলেছেন, ‘আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আর কোনো দিন অভিনয় নাও করি, তবুও আক্ষেপ থাকবে না। কারণ আমি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছি।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে বুধবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুসরাত ফারিয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা তার বিয়ের সাজে প্রথমবারের মতো একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন— ‘তার বিয়ের দিনে।’

ছবিতে দেখা যায়, নুসরাতের পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া। গলায় ও কানে স্বর্ণের গহনা। হাতে একটি লাল গোলাপ।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, এ সিনেমার প্রস্তাব আসা থেকে শুরু করে সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত সুন্দর একটা সফর ছিল। সবাই অনেক পরিশ্রম করেছেন এই সিনেমার জন্য।

নুসরাত ফারিয়ার ভাষ্য— ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা জানার পর নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছিল। কারণ এ পর্যন্ত কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭