ইনসাইড গ্রাউন্ড

উরুর চোট সেই সাথে জ্বর, ভারতের সঙ্গে খেলতে পারবেন সাকিব?


প্রকাশ: 14/10/2023


Thumbnail

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময়ই উরুর মাংসপেশীতে টান পড়েছিল সাকিবের। তারপরও বল হাতে নিয়ে পুরো ১০ ওভার শেষ করে একটি উইকেটও নিয়েছেন। এরপর ড্রেসিংরুমে চলে যান। সেখান থেকে সরাসরি হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। তাইতো ম্যাচ শেষের আনুষ্ঠানিকতায় আর আসেননি।

এবার জানা গেলো নতুন খবর। সাকিব শুধু উরুর চোটই নয়, জ্বরেও ভুগছিলেন। কলকাতার আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে এই খবর। চোটের সঙ্গে জ্বর, যে কারণে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

চোটের কী অবস্থা তা জানতে সঙ্গে সঙ্গে স্ক্যান করা হয় সাকিবকে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, চোট খুব একটা গুরুতর নয়। তবে দুই থেকে তিন দিন অনুশীলন করতে পারবেন না তিনি। তাকে নিয়ে বিশ্বকাপের মাঝে কোনও ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ।

পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে মনে করা হচ্ছে- আগামী বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে পরের ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক। তবুও চোটের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও তার জ্বর নিয়ে অবশ্য চিন্তিত নয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

তবুও সাকিব যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তাহলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগেও অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন সাকিব। সে কারণে দু’টি প্রস্তুতি ম্যাচেই খেলতে পারেননি তিনি।

বাংলাদেশ ক্রিকেটের জান-প্রাণ বলা হয় সাকিব আল হাসানকে। সেই সাকিব যখন দলের বাইরে থাকে বা ইনজুরিতে থাকেন তখন দল কতটা সমস্যায় পড়ে বা তার অভাব অনুভব করে তা পদে পদে বোঝা যায়। এমনিতেই দলটি কোনও দিক থেকেই ভালো নেই। এর উপর দলের সেরা পারফর্মার ছিটকে গেলে বাজে অবস্থাতেই পড়তে হবে বাংলাদেশকে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭