ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের জন্য যে স্বস্তির খবর শোনা গেল


প্রকাশ: 14/10/2023


Thumbnail

সাকিবকে নিয়ে ইতোমধ্যেই প্রচার হয়ে গেছে তিনি ইনজুরিতে পড়েছেন। সেই সাথে জ্বর। ভারতের বিপক্ষে ১৯ অক্টোবরের ম্যাচ খেলতে পারবেন কি না সন্দেহ আছে।  সব শঙ্কাকে উড়িয়ে ‍দিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে সাকিবের কোনও ইনজুরি ধরা পড়েনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরি শঙ্কায় পড়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সময় উরুর মাংস পেশিতে টান লেগেছিল তার। ম্যাচ শেষ হতেই স্ক্যান করাতে হাসপাতাল যেতে হয়েছিল সাকিবকে।

ম্যাচ শেষে তার স্থলাভিষিক্ত হয়ে সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে সহঅধিনায়ক নাজমুল শান্ত নিশ্চিত করেন যে, স্ক্যান করাতে হাসপাতালে গেছেন সাকিব।

তবে শনিবার বিসিবির সূত্রে জানা গেছে যে, সাকিবের স্ক্যান রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। তিনি পুরোপুরিই সুস্থ আছেন। এছাড়া কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের জ্বর হওয়া তথ্য ছড়িয়েছে। সেটাও সত্য নয় বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে। ওই ম্যাচ খেলতে শনিবার বিকাল ৩টার দিকে পুনে পৌঁছেছে বাংলাদেশ দল। আসরে নিজেদের চতুর্থ ম্যাচের আগে তিন দিনের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। অর্থাৎ তিনদিন কোন অনুশীলন নেই ক্রিকেটারদের।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭