ইনসাইড থট

মাথা ঠান্ডা রেখে খেললে ট্রফি আমাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/03/2018


Thumbnail

ভারত অনেক শক্তিশালী দল। তাদের সঙ্গে একটা পরিকল্পনা নিয়ে এগুতে হবে। প্রথমে বল করলে ওদের ১৭০ এর মধ্যে আটকে রাখতে হবে। বাঁহাতি বোলার বাঁহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করতে পারবে না, এই চিন্তা থেকে বেরুতে হবে। লাইন ও লেন্থ মেনে বল করলে ভালো ফল আসবে। মুস্তাফিজকে স্লগ ওভারে বল না করানই ভালো। পেস ও স্পিন কম্বিনেশন রান কম রাখতে সাহায্য করবে। নাজমুলকে দিয়ে অন্তত দুই ওভার করানো হোক।

ব্যাট করতে নেমে তামিম লিটন জোড়াকে ওপেনিং এ নামানো হোক। আজ লিটন ভালো খেলবে। প্রথম ব্যাট করলে আমাদের ২০০ প্লাস রান করতে হবে। ভারতের বোলাররা আহামরি কেউ নয় কিন্তু খুব মেপে বল করে। একটু দেখেশুনে খেললে, পিটিয়ে মেরে কটা বাউন্ডারি করে ফেললে ওরা নার্ভাস হয়ে যেতে পারে। এরা তরুণ, এদের ভয় পেলে ওরা চড়াও হবে।

ওপরের বক্তব্য একজন দর্শক হিসেবে আমার। আর একটা মন্তব্য হল, মাঠে আচরণ যেন ভারতীয়দের থেকে উন্নত হয়। জিতলে উচ্ছ্বাস থাকবে কিন্তু তা যেন লাগাম ছাড়া না হয়। দরজা ভাঙ্গার অভিযোগ যেন না শুনি।


খুব শক্ত লড়াই হবে। বাংলাদেশ মাথা ঠান্ডা রেখে খেললে ট্রফি আমাদের।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭