ওয়ার্ল্ড ইনসাইড

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কী আলোচনা করলেন ব্লিঙ্কেন


প্রকাশ: 15/10/2023


Thumbnail

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে নাগরিকদের সুরক্ষা এবং গাজায় মানবিক করিডোর খোলার বিষয়ে আলোচনা করেছেন।  

খবর অনুসারে, বৈঠকে দুই নেতা যুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তা ও হামলায় ক্ষতিগ্রস্থ মানুষের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌছে দেওয়ার বিষয়ে আলাপ করেন। 

এ সময় ব্লিঙ্কেন সংযুক্ত আরব আমিরাতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ যুদ্ধ বন্ধে ও মানবিক বিপর্যয় রোধে আমিরাতের প্রচেষ্টা ও অব্যহত কূটনৈতিক তৎপরতা প্রশংসনীয়।

মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও উত্তেজনা রোধে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন তারা। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে একমত হন। বৈঠকে দুই দেশ একই কৌশলগত অংশীদারিত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭