ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় ত্রাণবাহী বিমান পাঠালো তুরস্ক


প্রকাশ: 15/10/2023


Thumbnail

অবরুদ্ধ গাজাবাসীদের জন্য মানবিক বিপর্যয়ে সময় সাহায্য পাঠিয়েছে এরদোগান। ইসরায়েলের হামলা ও ত্রিমুখী আক্রমণের ফলে গাজায় চরম দুর্দশাগ্রস্ত সময় পার করছে ফিলিস্তিনবাসী। এ সময় খাদ্যদ্রব্য, পানি থেকে শুরু করে চিকিৎসা সামগ্রী সহ প্রায় সব ধরণের প্রয়োজনীয় সামগ্রীর অভাব দেখা দিয়েছে গাজায় যার প্রেক্ষিকে এ সাহায্য পাঠালো তুরষ্ক।

তুরস্কের প্রেসিডেন্ট  রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘আমরা গাজায় দীর্ঘদিন খাওয়া যাবে এমন খাবার, ওষুধ, টিনজাত পন্য, শিশুর ডায়পার, পানি, চিকিৎসা সামগ্রী মানবিক সহায়তা বহনকারী একটি বিমান পাঠিয়েছি। এ অঞ্চলে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এই প্রথম আমাদের বিমান পাঠিয়েছি। আামরা গাজায় মানবিক সাহায্য পাঠানো অব্যাহত রাখবো।’

তিনি বলেন, এ সংকট থেকে উত্তরণের পথ খুজে পাওয়ার জন্য আমরা কাজ করছি। বিশেষ করে জিম্মিদের মুক্তির জন্য আমরা প্রগাড় যোগাযোগ অব্যহত রেখেছি।’ 

তিনি আরও বলেন, ‘রাফা গেট দিয়ে মানবিক সাহায্য পাঠানোর জন্য ইসরায়েল প্রশাসনকে অনুমতি দিতে হবে। মিসরের সাথে সমন্বয়ে আমরা গাজায় সাহায্য পাঠানো অব্যহত রাখব।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭