ইনসাইড বাংলাদেশ

করমুক্ত থাকবে সর্বজনীন পেনশন স্কিম


প্রকাশ: 15/10/2023


Thumbnail

সর্বজনীন পেনশন স্কিমের অর্থ সর্বজনীন বিনিয়োগ হিসেবে বিবেচনায় নিয়ে কর রেয়াত সুবিধা ও পেনশনে প্রাপ্ত অর্থ আয়করমুক্ত থাকছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সর্বজনীন পেনশন স্কিমে 'আয়করমুক্ত' সুবিধা দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে সরকার।

উল্লেখ্য, দেশের নাগরিকদের পেনশন সুবিধার আওতায় আনতে গত ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু করে সরকার।

সর্বজনীন পেনশনে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস এই চারটি স্কিম রাখা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭