ইনসাইড গ্রাউন্ড

ভারত বিশ্বকাপের সেরা ‘তিন’ রান সংগ্রাহক যারা


প্রকাশ: 15/10/2023


Thumbnail

বিশ্বকাপ মানেই চাপ, অন্যরকম প্রতিযোগীতা ব্যাটারদের মধ্যে। কে কার চেয়ে বেশি রান করে দলের জয়ে অবদান রাখবে চলে সেই প্রতিযোগীতা। প্রতি বিশ্বকাপেই আসর জুড়ে সেরা রান সংগ্রাহক একজন হয়ে থাকেন। ভারত বিশ্বকাপে এখন পর্যন্ত সেই দৌঁড়ে এগিয়ে আছেন কে?

ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে রান সংগ্রহের দিকে এগিয়ে আছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তিনি এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন ২৪৮। ১৩১ রানে অপরাজিত একটি সেঞ্চুরিসহ তার ব্যাটিং গড় ১২৪।

সমান সংখ্যক ম্যাচ খেলে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের ১১৪.৫০ গড়ে রান ২২৯। সেরা অপরাজিত ১৫২ রান।

তিন ম্যাচ খেলে ভারত অধিনায়ক রোহিত শর্মা ৭২.৩৩ গড়ে করেছেন ২১৭ রান। অপরাজিত একটি ১৩১ রানের ইনিংস রয়েছে তার।

এছাড়া বিশ্বকাপের আসরে আরও বেশ কয়েকজন ব্যাটার রয়েছেন যারা সর্বোচ্চ রানের তালিকায় বাকি ম্যাচগুলোতে এগিয়ে যেতে পারেন।

দক্ষিণ আফ্রিকার কুইন্টেন ডি কক ২ ম্যাচ খেলে ১০৪.৫০ গড়ে রান করেছেন ২০৯। সর্বোচ্চ ১০৯ রান। তিনি পর পর দুই ম্যাচে  ২টি সেঞ্চুরি করেছেন।

শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ২ ম্যাচ খেলে ৯৯ গড়ে রান করেছেন ১৯৮। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ রান ১২২।

নিউজিল্যান্ডের রাচিন রবিন্দ্র ৩ ম্যাচ খেলে ৯১.৫০ গড়ে রান করেছেন ১৮৩। তিনিও একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন।

আরেক দক্ষিণ আফ্রিকান এইডেন মার্করাম ২ ম্যাচে খেলে ৮১ গড়ে ১৬২ রান করেছেন। তারও একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ রান ১০৬।

ইংলিশ ব্যাটার জো রুট ২ ম্যাচ খেলে করেছেন ১৫৯ রান। তার ব্যাটিং গড় ৭৯.৫০। সর্বোচ্চ রান ৮২। তিনি দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন।

রোহিত শর্মার পর আরেক ভারতীয় ভিরাট কোহলি ৩ ম্যাচে ৭৮ গড়ে করেছেন ১৫৬ রান।

আরেক ইংলিশ ব্যাটার  দাভিদ মালান ২ ম্যাচ খেলে ৭৭ গড়ে করেছেন ১৪০ রান। তার সর্বোচ্চ রান ১৪০।

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭