ওয়ার্ল্ড ইনসাইড

হামাসপ্রধানের সঙ্গে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: 15/10/2023


Thumbnail

হামাসকে তাদের সকল সামরিক কর্মকাণ্ডে প্রকাশ্যে সমর্থন জানানো ইরান এবার পররাষ্ট্রমন্ত্রীপর্যায়ে বৈঠক করেছে। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসকে সর্বাত্বক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার গভীর রাতে দোহায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর আমির-আব্দুল্লাহিয়ানকে উদ্ধৃত করে বলেছে, যদি গাজায় ইহুদিবাদী শাসকের যুদ্ধাপরাধ অব্যাহত থাকে, তবে এই অঞ্চলে যেকোনো কিছু কল্পনা করা যেতে পারে। ইসলামি প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদীদের যুদ্ধাপরাধ বন্ধ করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও মন্ত্রব্য করেছেন তিনি।

শীর্ষ ইরানি কূটনীতিক বলেন, গাজায় ইসরাইলি হামলা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনার জন্য তেহরান সব ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রস্তাব দিয়েছে।

এ ছাড়া হানিয়াহকে উদ্ধৃত করে বলা হয়েছে, হামাস ইসলামিক সহযোগিতা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে ফিলিস্তিনিদের জন্য জোরালো সমর্থন আশা করে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার আঞ্চলিক সফরে ইরাক, লেবানন ও সিরিয়ায় গেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭