কালার ইনসাইড

ভারত-পাকিস্তান ম্যাচে স্বর্ণে মোড়ানো আইফোন হারালেন উর্বশী


প্রকাশ: 16/10/2023


Thumbnail

ভারতের মাটিতে চলমান এবারের ক্রিকেট বিশ্বকাপ আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে শনিবার।

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের সে ম্যাচ দেখতে গ্যালারিতে দেখা গেছে বলিউডের একাধিক তারকাকে।

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাও ছিলেন সেখানে। পাকিস্তানকে হারিয়ে ভারত জয় পেলেও অভিনেত্রীকে ফিরতে হয়েছে হারানোর বেদনা নিয়ে।

জানা গেছে, এদিন খেলা দেখতে গিয়েই নিজের সখের স্বর্ণের আইফোন হারিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

টুইট করে নিজেই সেই দুঃসংবাদ দেন অভিনেত্রী। উর্বশী জানান, আমার ২৪ ক্যারেট সোনার আসল আইফোন হারিয়ে গেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কেউ যদি দেখে থাকেন, তাহলে দয়া করে আমাকে খবর দিয়ে সাহায্য করুন। কিংবা আপনার পরিতিত কেউ আমাকে সাহায্য করতে পারলে তাকে ট্যাগ করুন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, উর্বশীর সেই পোস্টে মন্তব্য করেছে আহমেদাবাদ পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্তব্যে মোবাইল ফোনের ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছে।

উর্বশীর পোস্টের মন্তব্যে সান্ত্বনা দিয়েছেন তার ভক্তরা। একজন লেখেন, আশা রাখছি, আপনার প্রিয় জিনিসটি দ্রুত পাবেন।

তবে অভিনেত্রীর ফোন হারানোর বিষয়টি মেনে নিতে নারাজ অনেক নেটিজেনরা। তাদের দাবি, পুরোটাই নাটক। কয়েকজন মন্তব্য করেছেন, কালই তো পোস্ট করতে হতো। এতক্ষণ পর মনে পড়লো ফোন হারানোর কথা। আবার একজন লিখেছেন, আবারও পাবলিসিটি স্টান্ট। এই মেয়েকে কেউ ভালো একটা পিআর খুঁজে দাও। এতে যদি অন্তত বোকা বোকা কথা বলা বন্ধ করে।

শনিবার খেলা চলাকালীন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন উর্বশী। স্টেডিয়ামের গ্যালারিতে তাঁকে নীল পোশাকে দেখা গেছে।

উর্বশী ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমায় সানি দেওলের সঙ্গে ডেবিউ করেছিলেন বলিউডে। এরপর ‘সনম রে’, ‘গ্রেট অ্যান্ড মস্তি’, ‘হেট স্টোরি-৪’ এর মতো সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়া আগামীতে ‘স্কন্দ’, ‘দিল হ্যায় গ্রে’ এবং ‘ব্ল্যাক রোজ’ সিনেমায় দেখা যাবে তাকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭