ইনসাইড গ্রাউন্ড

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সিদ্ধান্ত


প্রকাশ: 16/10/2023


Thumbnail

আজ (১৬ অক্টোবর) ভারতের লক্ষ্মৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দুই দলই এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ভালো অবস্থায় নেই। তবে সেমির লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের কোনও বিকল্প নেই। জয়ের খরায় আজ যে দল জিতবে সেই দল কিছুটা এগিয়ে থাকবে।

শ্রীলঙ্কা দলে আছে দুই পরিবর্তন। দাসুন শানাকা ইনজুরিতে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। আজকের ম্যাচে মাথিশা পাথিরানা খেলছেন না। তাদের দুজনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন চামিকা এবং লাহিরু কুমারা।

টস জিতে কুসাল মেন্ডিস বলেন, আমরা প্রথমে ব্যাট করব, উইকেট দেখে মনে হচ্ছে দ্বিতীয়ার্ধে কিছুটা সুবিধা পাওয়া যাবে তাই প্রথমে ব্যাট করবো আমরা। আজ সত্যিই গুরুত্বপূর্ণ ম্যাচ। স্কোর ২৮০-৩০০ করতে পারলে আশা করি আমরা ভালো কিছু উপহার দিতে পারবো।

 

প্যাট কামিন্স বলেন, আমরাও সম্ভবত ব্যাটিং করতাম কিন্তু, টসে হেরে ফিল্ডিং করবো  এটা খুব বড় পার্থক্য বলে মনে করি না। গত দুই দিন আমরা কিছু বিষয় নিয়ে কাজ করেছি। এবং দলের প্রত্যেকেই বেশ কয়েকটি ক্ষেত্র সম্পর্কে খুব পরিষ্কার যে আমাদের ভালো কিছু করতে হবে।

 

অস্ট্রেলিয়া একাদশঃ মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

শ্রীলঙ্কা একাদশঃ পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েললাগে, মহেশ থেকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশানকা।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭