ইনসাইড বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার: যুক্তরাষ্ট্রের 'না'


প্রকাশ: 16/10/2023


Thumbnail

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি সমর্থন করছে না। বরং আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন বিবদমান রাজনৈতিক দলগুলোকে চরমপন্থা পরিহার করে একটা মধ্যবর্তী জায়গায় আসার জন্য আহ্বান জানিয়েছে। আর এজন্যই রাজনৈতিক সংলাপের ওপর তারা গুরুত্ব আরোপ করেছে। গতকাল মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল যে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছে এবং যাতে পাঁচ দফার সুপারিশের কথা বলা হয়েছে তা বিশদ ভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে তত্ত্বাবধায়ক সরকার নয় বরং একটি মাঝামাঝি পর্যায়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী দল দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। আবার সরকারকেও তার অনড় অবস্থার থেকে সরে আসার জন্য একটি মধ্যবর্তী জায়গায় আসার প্রস্তাব করেছে। পাঁচ দফার সুপারিশের এই দাবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে নাকচ করে দিয়েছে। 

বিএনপি সহ কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের অংশ হিসেবে তারা একদফা কর্মসূচি ঘোষণা করেছে। যদিও একদফা কর্মসূচি এখন পর্যন্ত মাঠে জমেনি। তবে বিএনপির নেতারা বলছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা একদফা বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত কর্মসূচি দেবেন। আগামী পূজার পর বিএনপির এধরনের কর্মসূচি ঘোষণা করার কথা। তবে বিএনপি এই ধরনের কর্মসূচিতে কতটুকু সফল হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ এর ফলে বিএনপি একটি উভয় সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে বিএনপির নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে তারা যদি সরে আসে তাহলে একটি সমঝোতার পথ সম্ভব। আর এ ব্যাপারে একাধিক প্রস্তাব বিবেচনা করা যেতে পারে বলেও বিভিন্ন মহল মনে করছেন। যেমন- প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সর্বদলীয় মন্ত্রিসভার মাধ্যমে নির্বাচন হতে পারে, যে মন্ত্রিসভায় বিএনপি অন্তর্ভুক্ত থাকতে পারে। যেটি প্রধানমন্ত্রী ২০১৪ নির্বাচনের আগে প্রস্তাব দিয়েছিলেন। এছাড়াও নির্বাচনকালীন সরকারের ক্ষমতা সীমিতকরণ, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়। 

বিভিন্ন মহল মনে করছেন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা সরকার নয়। বরং অতি উৎসাহী প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতপূর্ণ আচরণ এবং নির্বাচন কমিশনের মেরুদন্ডহীনতা। নির্বাচন কমিশন যদি শক্ত অবস্থানে থাকে এখনই বিদ্যমান যে আইন আছে সেই আইন দিয়ে নিরপেক্ষ প্রশাসন এবং নিরপেক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব। সেই পথেই হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যে পদক্ষেপ গুলো নিচ্ছে সেটি যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে যুক্তরাষ্ট্র বর্তমান সরকারকে রেখে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে নেওয়ার পদক্ষেপ হিসেবেই বিভিন্ন শর্ত বা নীতি ঘোষণা করছে। যেমন- ভিসা নীতির মাধ্যমে প্রশাসনের একটা নিরপেক্ষতার আবরণ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পক্ষপাতপূর্ণ আচরণ করা থেকে বিরত থাকবে এই ভিসা নিষেধাজ্ঞার ভয়ে। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি আবহাওয়া তৈরি করতে চাচ্ছে যেখানে সকল রাজনৈতিক দল নির্বাচনে স্বাচ্ছন্দে অংশগ্রহণ করতে পারবে এবং পক্ষপাতহীন ভাবে একটি নির্বাচন করতে পারবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই যে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব সেটি যুক্তরাষ্ট্র মনে করে জন্যই এই ধরনের পদক্ষেপ গুলো গ্রহণ করেছে এবং সর্বশেষ সুপারিশ গুলো প্রমাণ করে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা সমর্থন করে না। বরং একটি নিরপেক্ষ আবহ তৈরি করার মাধ্যমে সকলের জন্য সমান সুযোগের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭