ইনসাইড বাংলাদেশ

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা


প্রকাশ: 17/10/2023


Thumbnail

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে, ৬ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (১৬ অক্টোবর) বন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বিষয়টি জানায়। 

 

এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ অক্টোবর শুক্রবার হওয়ায় ২৮ অক্টোবর সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।  

 

বন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, আমাদের সকল কার্যক্রম ভারতকে ঘিরে। দুর্গাপূজা হিন্দুদের বড় উৎসব। সে কারণে ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

 

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও অফিস খোলা থাকবে। পূজা উপলক্ষে আমাদের একদিন ছুটি রয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭