ওয়ার্ল্ড ইনসাইড

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলি হামলা বন্ধের রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান


প্রকাশ: 17/10/2023


Thumbnail

গাজার নিরীহ বেসামরিক মানুষের ওপর ইসরায়েলিরা চালাচ্ছে অমানবিক ধ্বংসযজ্ঞ। ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান এ সংঘাত বন্ধে রাশিয়া প্রস্তাব এনেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। রাশিয়ার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

উল্লেখ্য, রাশিয়ার আনিত এ প্রস্তাবে সমর্থন জানিয়েছিল চারটি দেশ। তবে যুক্তরাষ্ট্রসহ চারটি দেশ এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। এছাড়া ছয়টি দেশ রাশিয়ার পক্ষে ভোট দানে বিরত থাকে।

সোমবার (১৭ অক্টোবর) প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধে প্রস্তাব উত্থাপন করে এর পক্ষে সমর্থন আশা করেন। পরে এতে অনেক দেশ সাড়া না দেওয়ায় তা প্রত্যাখিত হয়।

এদিকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নৈতিক দায়িত্ব ছিল। কারণ ইসরায়েলের হামলায় প্রতি ঘণ্টায় ১২ জন ফিলিস্তিনি নিহত হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইহুদি নিহত হয়। হামাসের হামলার পর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এ হামলা এখনও অব্যাহত। এতে ২ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেবুধবার তেল আবিব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: আরব নিউজ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭