ইনসাইড গ্রাউন্ড

বৃষ্টিভেজা মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নামছে দ.আফ্রিকা


প্রকাশ: 17/10/2023


Thumbnail

ভারত বিশ্বকাপ আসরের ১৫তম ম্যাচে ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে আজকে ম্যাচ শুরু হতে খানিকটা বিলম্ব হয়। 

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পুচকে নেদারল্যান্ডসই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে সেমিফাইনালের পথ বন্ধ করেছিল। ওয়ানডে বিশ্বকাপে সেই নেদারল্যান্ডের মুখোমুখি এবার দক্ষিণ আফ্রিকা।

 

দ.আফ্রিকা দলে একটি পরিবর্তন আছে। শামসির পরিবর্তে দলে এসেছেন জেরাল্ড কোয়েটজি। আর নেদারল্যান্ডস দলেও আছে এক পরিবর্তন। রায়ান ক্লেইনের পরিবর্তে দলে এসেছেন লোগান ভ্যান বেক।

টস হেরে ডাচ অধিনায়ক কোট অ্যাডওয়ার্ডস বলেন, আমরাও টসে জিতলে আগে বোলিং করতাম। কিন্তু দুর্ভাগ্য টস হেরেছি। কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা ঠিক করতে পারি। আমাদের জন্য, এটি ব্লুপ্রিন্টে লেগে থাকা এবং শর্তগুলির সাথে সামঞ্জস্য করা। রায়ান ক্লেইনের জন্য আমাদের কাছে লোগান আসছে।

নেদারল্যান্ডস একাদশঃ বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

দক্ষিণ আফ্রিকা একাদশঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭