ক্লাব ইনসাইড

জাবির সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী ২৪, ঐক্য পরিষদের ৮ ও স্বতন্ত্র ১ জন নির্বাচিত


প্রকাশ: 17/10/2023


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যালয়ে (জা‌বি) প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত সি‌নেটে শিক্ষক প্রতি‌নি‌ধি নির্বাচ‌নের ফলাফল ঘো‌ষণা করা হয়েছে। গতকাল সোমবার (১৬ অক্টোবর) রাত সা‌ড়ে দশটায় নির্বাচ‌নের রিটা‌র্নিং অ‌ফিসার ও বিশ্ববিদ্যালয়ের ‌রে‌জিস্ট্রার আবু হাসান নির্বাচনী ফলাফল ঘোষণা ক‌রেন।

নির্বাচনী ফলাফলে দেখা যায় আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক প‌রিষ‌দ ২৪টি পদে নিরঙ্কুশ জয় লাভ ক‌রে‌ছে। অপর‌দি‌কে বিএনপিপন্থি ও আওয়ামীপন্থিদের একাংশের সমন্বয়ে গঠিত জোট শিক্ষক ঐক্য প‌রিষদ ৮টি পদ লাভ করেছে।

নির্বাচনে সর্বোচ্চ ৩৮৪ ভোট প্রাপ্তির প্রেক্ষিতে প্রথম হয়েছেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রার্থী আইআইটির অধ্যাপক শামীম কায়সার। ৩৪৫ ভোট পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকবার হোসেন। ৩৩৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন আইবিএ’র অধ্যাপক মোহাম্মদ বখতিয়ার রানা।

সর্বোচ্চ ভোট প্রাপ্তির ভিত্তিতে নির্বাচিত অন্য ৩০ জন প্রার্থীরা হলেন- ফার্মেসী বিভাগের অধ্যাপক সোহেল রানা (৩৩২), প্রাণীবিদ্যার অধ্যাপক ইসমত আরা ( ৩১৭), অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ আশরাফুল মনিম (৩০৫), লোকপ্রসাশনের অধ্যাপক অধ্যাপক ছায়েদুর রহমান (৩০৫), গনিতের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ (২৯৮), প্রাণিবিজ্ঞানের অধ্যাপক মো. মনোয়ার হোসেন (২৯৬), পরিসংখ্যানের অধ্যাপক মোহা. মুজিবুর রহমান (২৯০), রসায়নের অধ্যাপক তপন কুমার সাহা (২৮৯), আইবিএ’র অধ্যাপক মোতাহার হোসেন (২৮৭), প্রাণরসায়ন ও অনুপ্রাণের অধ্যাপক বোরহান উদ্দিন (২৮৩), পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক (২৮২), ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা (২৭৩), নাট্যতত্তে¡র অধ্যাপক একেএম ইউসুফ হাসান (২৭১), নগর ও অঞ্চল পরিকল্পনার অধ্যাপক শফিক-উর রহমান (২৭১), বাংলার অধ্যাপক নাজমুল হাসান তালুকদার (২৬৫), পদার্থবিজ্ঞানের অধ্যাপক এ এ মামুন (২৬২), রসায়নের অধ্যাপক কৌশিক সাহা (২৬১), গোলাম রব্বানী (২৫৯), আইআর’র অধ্যাপক খালিদ কুদ্দুস (২৫৮), সিএসই’র অধ্যাপক মো. জাহিদুর রহমান (২৫৭), ফিন্যান্সের সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন (২৫৬), সিএসই’র অধ্যাপক যুগল কৃষ্ণদাস (২৫৪), পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জামাল উদ্দিন (২৫২), জিওগ্রাফির সহযোগী অধ্যাপক রেজাউল রকিব (২৪৭), ভূগোলের অধ্যাপক শাহেদুর রশিদ (২৪৭), ইতিহাসের সহযোগী অধ্যাপক হোসনে আরা (২৪৭), মাইক্রোবায়োলজির অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ (২৪৬), গনিতের অধ্যাপক আবেদা সুলতানা (২৪৩), সরকার ও রাজনীতির অধ্যাপক কে এম মহিউদ্দিন (২৩৮) এবং ফার্মেসীর অধ্যাপক সুকল্যান কুমার কুন্ডু (২৩৮)।

এরমধ্যে বঙ্গবন্ধু শিক্ষক প‌রিষ‌দ থেকে নির্বা‌চিত প্রার্থীরা হলেন- অধ্যাপক শামীম কায়সার, অধ্যাপক আকবার হোসেন, অধ্যাপক মোহাম্মদ বখতিয়ার রানা, অধ্যাপক ইসমত আরা, অধ্যাপক ছায়েদুর রহমান, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক মোহা মুজিবুর রহমান, অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক একেএম ইউসুফ হাসান, অধ্যাপক শফিক-উর রহমান, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক কৌশিক সাহা, অধ্যাপক খালিদ কুদ্দুস, জাহিদুর রহমান, সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন, যুগল কৃষ্ণদাস, অধ্যাপক শাহেদুর রশিদ, সহযোগী অধ্যাপক হোসনে আরা, অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ, অধ্যাপক কে এম মহিউদ্দিন এবং অধ্যাপক সুকল্যান কুমার কুন্ডু।

শিক্ষক ঐক্য প‌রিষ‌দ থে‌কে নির্বা‌চিতরা হ‌লেন- অধ্যাপক মো. সো‌হেল রানা, অধ্যাপক মো. মোতাহার হো‌সেন, অধ্যাপক মো. মনোয়ার হো‌সেন, অধ্যাপক আ‌বেদা সুলতানা, অধ্যাপক খন্দকার মোহাম্মদ আশরাফুল মু‌নিম, অধ্যাপক মো. জামাল উদ্দিন, অধ্যাপক বোরহান উদ্দিন এবং সহ‌যোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল র‌কিব। এছাড়াও অধ্যাপক গোলাম রব্বানী স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে জয়ী হ‌য়ে‌ছেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১৯ (১) (জে) ধারা অনুসারে দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। নির্বাচনে ৬১৩ জন ভোটারের বিপরীতে ৫৭৭ জন ভোট প্রদান করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭