ইনসাইড গ্রাউন্ড

খেলার সিদ্ধান্ত জানা যাবে আজ, অনুশীলনে সাকিব


প্রকাশ: 17/10/2023


Thumbnail

দলের সবচেয়ে বড় তারকা সাকিব ইনজুরিতে। ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন কি না এই নিয়ে দুশ্চিন্তা যেন কাটছেই না। তাকে পরখ করে দেখা হচ্ছে। তাই আজকে অনুশীলনে ব্যাট-প্যাড হাতে দেখা গেছে। এখন অপেক্ষা তিনি স্বস্তি বোধ করছেন কি না?

আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বকাপ যাত্রায় নিজেদের চতুর্থ ম্যাচে পুনেতে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ আসরে এখন পর্যন্ত তিনটি  ম্যাচ খেলে টানা দুই ম্যাচেই হারের মুখ দেখেছে টাইগাররা। টাইগাররা যদি সেমিতে উঠতে চায় তবে ভারত ম্যাচে জয়ের বিকল্প নেই। তাইতো এই ম্যাচে সাকিবের সুস্থ্য থাকা বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি।  

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবরের ম্যাচে ব্যাট করার সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন সাকিব। গতকাল এক সংবাদ সম্মেলনে সাকিবের সবশেষ অবস্থা জানিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘যেহেতু (মাংসপেশি) ছিঁড়ে যাওয়ার ব্যাপার আছে। তবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন হাঁটলেও ব্যথা হয়, সাকিবের ওরকম সমস্যা নেই। সে জন্যই আমরা একটু আশাবাদী। সাকিব চাচ্ছে খেলতে, তবে এটা অবশ্যই ওর ফিটনেসের ওপর নির্ভর করছে।   

আজকের অনুশীলনে আপাতত ব্যাট হাতে নিজেকে প্রস্তুত করে তুলছেন সাকিব।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭