ইনসাইড গ্রাউন্ড

শুরুতেই এক গোলে এগিয়ে গেল বাংলাদেশ


প্রকাশ: 17/10/2023


Thumbnail

অলিখিত ফাইনালে বাংলাদশ মালদ্বীপের মুখোমুখি হয়েছে বসুন্ধারার কিংস অ্যারেনায়। দেশের মাটিতে বাংলাদেশ এখনও মালদ্বীপের কাছে হারেনি। সেই ধারা অব্যাহত রেখেই লাল-সুবজরা প্রথমার্ধের ১১ মিনিটেই এক গোলে এগিয়ে গেল মালদ্বীপের বিপক্ষে। বাংলাদেশ ফরোয়ার্ড রাকিব হোসেন এই গোল করেছেন।

ম্যাচের দশম মিনিটে সাদ উদ্দিনের বাড়ানো বলে ফাহিম দৌড়ে গিয়ে বক্সের শেষ প্রান্তে বল রিসিভ করেন। বল রিসিভ করেই রাকিবের উদ্দেশে দ্রুতগতির কাটব্যাক করেন। ফরোয়ার্ড রাকিব হোসেন দুর্দান্ত প্লেসিংয়ে গোল করলে কিংস অ্যারেনা উল্লাসে ফেটে পড়ে। বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়।

 

এই গোলের মিনিট তিনেক পরেই বাংলাদেশ আরেকটি সুযোগ পেয়েছিল। ডান প্রান্ত থেকে অধিনায়ক জামাল ভূঁইয়া বক্সের সামনে বল ফেলেন। সতীর্থ ফরোয়ার্ড বলটি রিসিভ করলেও পোস্টে রাখতে পারেননি।

বাংলাদেশ ম্যাচে লিড নিলেও শুরুটা ছিল পুরোপুরি মালদ্বীপের। প্রথম দুই মিনিটে মালদ্বীপ দুই প্রান্ত থেকে দু’টি কর্নার আদায় করে। বাংলাদেশের রক্ষণভাগ ছোটখাটো ভুল করেছিল। যদিও এর খেসারত খুব বেশি বড় হয়নি এখন পর্যন্ত।

 

জিতলে আগামী মাসেই বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচ খেলবে মেলবোর্নে। একে একে পাবে ৬টি ম্যাচ। হারলে ফিফা প্রীতি মাচ খেলা ছাড়া উপায় থাকবে না।

বাংলাদেশ একাদশঃ মিতুল মারমা (গোলরক্ষক), শাকিল, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মো. হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, রাকিব হোসেন, সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭