ক্লাব ইনসাইড

‘এক কোটি টাকা লাগলেও দেব, কমিটি আমার লাগবে’


প্রকাশ: 17/10/2023


Thumbnail

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন গঠিত ছাত্রলীগের কমিটির সভাপতির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে টাকার বিনিময়ে হলেও কমিটির প্রয়োজনীয়তার কথা বলতে শোনা যায় নতুন সভাপতি রুদ্রনীল সিংহকে।

১৩ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ফোনালাপে শুভকে বলতে শোনা যায়, ‘যা লাগবে তা-ই দিব, আমার কমিটি লাগবে। কমিটি হওয়ার যেদিন সাইন হবে, তার এক-দুই দিন আগে একটা বড় অ্যামাউন্টের টাকা লাগবে। মামার কাছে কিছু আছে। তহন আরও কিছু যদি দরকার হয়, সেটা আপনারে বললাম। চেক দিল, আপনি দিয়ে দিলেন। এইডা তো এনশিওর করা দরকার।’ শুভ কার সঙ্গে কথা বলছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাকে বলতে শোনা যায়, ‘... যা লাগবে আমি তা-ই দিব, কিন্তু আমার কমিটি লাগবে। আমার কথা হচ্ছে, এহন যদি ১ কোটি টাকা লাগে, আমি ১ কোটি টাকা দিব। আমার কমিটি লাগবে।’

নতুন সভাপতি আরও বলেন, ‘১০ হাজার হোক ২০ হাজার হোক আপনি কালকে দেন। বাকিটা আপনি আমারে রবিবার পাঠায় দেন। নিজের হিসাব মিলিয়ে যেভাবে হোক কুয়েট ছাত্রলীগ কমিটিতে থাকতে হবে।’

এ বিষয়ে নতুন সভাপতি রুদ্রনীল সিংহ গণমাধ্যমে বলেন, ‘এই রেকর্ডটি পুরো গায়েবি। টেম্পারিং করে তৈরি করা। আমিও শুনেছি, ভয়েস কেটে কেটে কয়েকটা ভয়েস অ্যাড করে তৈরি করা। ওইটা আমার না। যেসব অভিযোগ শোনা গেছে, সেগুলো সত্যি নয়।’

তবে কুয়েট ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করে নিশ্চিত করেন যে ফাঁস হওয়া অডিও রেকর্ডটি রুদ্রনীল শুভর।

গত ১০ অক্টোবর কুয়েটে ছয় সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রুদ্রনীল সিংহ শুভকে সভাপতি ও এ কে এম নিবিড় রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া তরিকুল ইসলাম তিলককে সহ সভাপতি, গোলাম রাব্বি সিয়ামকে যুগ্ম সাধারণ সম্পাদক, রাগীব আহসান মুন্না ও সুজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এর মধ্যে সভাপতি রুদ্রনীল সিংহ ও রাগীব আহসান মুন্নার বিরুদ্ধে দুই বছর আগে কুয়েটের এক শিক্ষকের মৃত্যুর জন্য দায়ী করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭