ইনসাইড ইকোনমি

রিজার্ভের শর্ত পূরণ করতে পারবে না বাংলাদেশ, লক্ষ্যমাত্রা কমানোর অনুরোধ


প্রকাশ: 18/10/2023


Thumbnail

আইএমএফের ঋণের শর্ত অনুযায়ী, এ বছরের ডিসেম্বর শেষে বাংলাদেশকে অন্তত ২ হাজার ৬৮০ কোটি ডলার নিট বৈদেশিক মুদ্রার মজুত রাখতে হবে। কিন্তু তা করা সম্ভব হবে না বলে গতকাল মঙ্গলবার সফররত আইএমএফের মিশনকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই আইএমএফকে এই লক্ষ্যমাত্রা কমিয়ে আনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বাধীন দল বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে আলাদা বৈঠক করেছে।

জানা গেছে, দুইটি বৈঠকেই বাংলাদেশের চাওয়ার ওপর আলোচনা হয়েছে এবং আজ বুধবার এ বিষয়ে চূড়ান্ত আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আইএমএফ।

সূত্র জানায়, আইএমএফ বাংলাদেশের চাওয়া অনুযায়ী রিজার্ভের লক্ষ্যমাত্রা কিছুটা শিথিল করবে বলে মনে করা হচ্ছে।

আইএমএফের দেওয়া শর্ত অনুযায়ী গত জুনে বাংলাদেশের নিট রিজার্ভ থাকার কথা ২ হাজার ৪৪৬ কোটি ডলার। তবে এ শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ। এ ছাড়া সেপ্টেম্বরের লক্ষ্য ছিল ২ হাজার ৫৩০ কোটি ডলার। এটিও পূরণ হয়নি। ডিসেম্বরে ২ হাজার ৬৮০ কোটি ডলার রিজার্ভ থাকার কথা থাকলেও বাংলাদেশ এই শর্তও পূরণ করতে পারবে না বলে ইতিমধ্যে জানিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭