ইনসাইড গ্রাউন্ড

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের


প্রকাশ: 18/10/2023


Thumbnail

বিশ্বকাপের ১৬ তম মেসেজ চেন্নাইতে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড।  টস জিতে আফগান অধিনায়ক হাসমত উল্লাহ শহীদি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

এদিকে নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ান ইংল্যান্ডকে হারিয়ে আকাশে উড়ছে আফগানিস্তান। আজ গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভালো কিছু করার পরিকল্পনাই এটেছে আফগান শিবির। 

সর্বশেষ পাঁচ ওয়ানডেতে পাঁচটিতেই নিউজিল্যান্ড জিতেছে। আর আফগানিস্তান পাঁচটির মধ্যে জিতছে মাত্র একটিতে।

আসলে চ্যালেঞ্জটা নিউজিল্যান্ডের নয়,আফগানিস্তানের। তাদেরকে সেমির লড়াইয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই এই ম্যাচটিতে জিততে হবে। অপরদিকে নিউজিল্যান্ড জয়ের ধারা অব্যাহত রেখেছে। 

নিউজিল্যান্ড একাদশঃ ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (ডব্লিউ/সি), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

আফগানিস্তান একাদশঃ রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেট রক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল হক, ফজল হক ফারুকী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭