ওয়ার্ল্ড ইনসাইড

এবার চাঁদে নভোচারী পাঠাবে ভারত, ঘোষণা নরেন্দ্র মোদির


প্রকাশ: 18/10/2023


Thumbnail

২০৪০ সালের মধ্যে ভারত চাঁদে একজন নভোচারী পাঠানোর ঘোষণা দিয়েছে। এছাড়া ২০৩৫ সালের মধ্যে দেশটি একটি মহাকাশ স্টেশন বানানোর পরিকল্পনাও হাতে নিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে এই পরিকল্পনাগুলোর কথা জানানো হয়।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় এই ঘোষণা দেন। তিনি দেশটির মহাকাশ বিজ্ঞানীদের শুক্র এবং মঙ্গল গ্রহেও মিশনের লক্ষে কাজ শুরু করতে নির্দেশ দেন। 

গেল আগস্টে ভারত পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে একটি মহাকাশযানের সফল অবতরণ করায়। এছাড়া সেপ্টেম্বর মাসে সূর্যেকে অধ্যয়ন করার জন্য একটি রকেট অভিযান পরিচালনা করা হয়।।  

এছাড়া ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) ‘গগনযান’ নামে একটি প্রকল্পে কাজ শুরু করেছে যার লক্ষ্য একজন নভোচারীকে পৃথিবী থেকে মহাকাশের ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দূরের কক্ষপথে পাঠানো এবং তাদের নিরাপদে ভারতীয় জলসীমায় অবতরণ করানো। শনিবার এ মিশন সংক্রান্ত একটি পরীক্ষা চালাবে তারা।

২০২৪ সালে মহাকাশে মানুষ পাঠানোর চূড়ান্ত মিশন পরিচালনার পূর্বে একটি রোবটকে মহাকাশে নিয়ে যাওয়ার আরেকটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭