ওয়ার্ল্ড ইনসাইড

হামাসকে সমর্থন: জিজি হাদিদকে দেখে নেওয়ার হুমকি ইসরায়েলের


প্রকাশ: 18/10/2023


Thumbnail

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের প্রতি নিজের ভালবাসা ও সমর্থনের কথা শেয়ার করে হুমকির শিকার হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ও সুপার মডেল জিজি হাদিদ।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফিলিস্তিনকে সাপোর্ট করে পোস্ট দেন তিনি। এই তারকা মডেল তার অ্যাকাউন্টের স্টোরিতে লেখেন, ‘ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করছে, সেগুলো কোনোভাবেই ইহুদি ধর্মের সঙ্গে যায় না।’

তিনি আরও লেখেন, ‘ইসরায়েল সরকারের বিরোধিতা কোনোভাবেই ইহুদিবিদ্বেষ নয় আর ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া মানে হামাসকে সমর্থন দেওয়া নয়।’

জিজি হাদিদ পোস্ট দেয়ার পর পরই স্টেট অব ইসরায়েল নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জিজি হাদিদকে দেখে নেয়ার হুমকি দেওয়া হয়।

স্টেট অব ইসরায়েল নামের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বলা হয়, কী কারণে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, সে বিষয়টি দেখেও না দেখার ভান করছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই মডেল জিজি হাদিদ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি ফিলিস্তিনিদের সমর্থনে একটি পোস্ট শেয়ার করেন।  

হাদিদের এমন পোস্টের প্রতিক্রিয়ায় স্টেট অব ইসরায়েল পেজ থেকে জিজি হাদিদের স্টোরির স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, ‘হামাস ইসরায়েলে যে গণহত্যা চালিয়েছে, তাতেও বীরত্বের কিছু নেই।’ ওই পোস্টে হামাস সন্ত্রাসী গোষ্ঠীকে আইএসআইএস হিসেবে আখ্যা দিয়ে আরও বলা হয়, ‘হামাস যা (আইএসআইএস), তার নিন্দা করাও ফিলিস্তিনবিরোধী এবং বর্বর সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন দেওয়াই প্রকৃত সঠিক কাজ।’

ইসরায়েলি ওই অ্যাকাউন্ট থেকে জিজি হাদিদকে উদ্দেশ্য করে আরও বলা হয়, ‘আপনার নীরবতাই আপনার অবস্থান কী, সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেয়। আমরা আপনাকে দেখে নেব।’

জিজির বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি এবং ধর্মপ্রাণ মুসলিম। তাই ফিলিস্তিনিদের প্রতি আগে থেকেই টান ও মমত্ববোধ রয়েছে এই মডেলের।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭