ইনসাইড গ্রাউন্ড

আফগান বোলিং তোপে কিউইদের সংগ্রহ ২৮৮


প্রকাশ: 18/10/2023


Thumbnail

নিউজিল্যান্ড যতটা ছন্দে আছে ততটা স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেনি আফগানদের বিপক্ষে। বিশেষ করে আফগান স্পিনার রশিদ-মুজিবদের খেলতে বেশ বেগ পেতে হয়েছে কিউই ব্যাটারদের। সব কিছু মিলিয়ে আফগান বোলিং তোপে কিউইদের সংগ্রহ ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৮ রান। রশিদদের জিততে হলে করতে হবে ২৮৯ রান।

চেন্নাইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান। ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি কিউইদের। ব্যক্তিগত ২০ রানে ফেরেন ওপেনার ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটিতে বড় সংগ্রহের পথে রাখেন উইল ও রাচিন রবীন্দ্র।

তবে ইনিংসের ২১তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের জোড়া শিকারে ফেরেন দুই জন। রাচিন ৩২ ও উইল করেন ৫৪।

ড্যারিল মিচেলকে থিতু হতে দেননি রশিদ খান। যদিও খুব একটা বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডের।

আবার প্রতিরোধ গড়েন ল্যাথাম ও ফিলিপস। পঞ্চম উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন দুজন। অর্ধশতক করে দুজনই হাঁটছিলেন শতকের দিকে। তবে ইনিংসের ৪৮তম ওভারে নাভিন উল হকের জোড়া আঘাতে ফেরেন তারা। ফিলিপস ৮০ বলে ৭১ ও ল্যাথাম ৭৪ বলে ৬৮ রান করেন।

 

শেষদিকে মার্ক চাপম্যানের ১২ বলে ২৫ ও মিচেল স্যান্টনারের ৫ বলে ৭ রানে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান করেছে নিউজিল্যান্ড।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭