ইনসাইড গ্রাউন্ড

ভারতের বিরুদ্ধে আইসিসিতে পাকিস্তানের নালিশ


প্রকাশ: 18/10/2023


Thumbnail

ভারতের বিশ্বকাপ আয়োজন নিয়ে অনেকরকম অভিযোগই জমা পড়েছে। তবে চাইলেই কেউ উগড়ে দিতে পারছে না। কারণ, দেশটির নাম ভারত। ক্রিকেটে সবচেয়ে প্রভাবশালী দেশ।

১৭ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে পিসিবি মিডিয়া এক বিবৃতিতে জানায়, ‘২০২৩ বিশ্বকাপে পাকিস্তানি সাংবাদিকদের ভিসা প্রদানে দেরি এবং সমর্থকদের ভিসা নীতি না থাকায় আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি। এছাড়া ২০২৩ সালের ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সময় পাকিস্তান দলের উদ্দেশ্যে সমর্থকদের বাজে আচরণের বিরুদ্ধেও অভিযোগ করেছে পিসিবি।’ আইসিসির কাছে পাকিস্তান অভিযোগটি করেছে আন্তর্জাতিক ক্রিকেটের বৈষম্যনীতির ১১ ধারা অনুযায়ী। ধারাটি দর্শকদের আচরণ সম্পর্কিত।

 

গত ১৪ অক্টোবর বিশ্বের সর্বোচ্চ আসনসংখ্যার স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি হয়। ১ লাখ ৩২ হাজার আসনসংখ্যার আহমেদাবাদে ভারতীয় দর্শকে পরিপূর্ণ ছিল গ্যালারি। পাকিস্তানি সমর্থকদের সংখ্যা ছিল খুবই সামান্য। এতে সবকিছুই বিপক্ষে ছিল পাকিস্তানের। ম্যাচের ফলও। ভারতের কাছে পাকিস্তান হারে ৭ উইকেটে।

 

টসের শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটারদের শুনতে হয়েছে দুয়ো। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যখন টস করতে যান বাবর আজম, তখন পাকিস্তানের অধিনায়ককে শুনতে হয় ‘জয় শ্রীরাম’ নামে স্লোগান। ড্রেসিংরুমে ফেরার পথে মোহাম্মদ রিজওয়ানকেও শুনতে হয় একই স্লোগান। বাদ যাননি ভারতীয় জামাই হাসান আলীও। ফিল্ডিংয়ের সময় পাকিস্তানের পেসারকে শুনতে হয়ে ‘জয় শ্রীরামের’ স্লোগান।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭