ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির আশঙ্কা


প্রকাশ: 18/10/2023


Thumbnail

ভারত বিশ্বকাপে পুনের মাঠে এখন পর্যন্ত কোনও ম্যাচ হয়নি। বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু, সেই ম্যাচের আগে আছে বৃষ্টির পূর্বাভাস। আজ (১৮ অক্টোবর) সেখানে হাল্কা বৃষ্টি হয়েছে। তাই এই ম্যাচ নিয়ে চিন্তার রেখা পড়তেই পারে টাইগারদের ‍আকাশে।  

 

মঙ্গলবার ধর্মশালাতে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ ৪৩ ওভারে খেলা হয়। একই ভাবে চিন্তা থাকছে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়েও। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

 

বুধবার বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে পুনের মাঠ ঢেকে দেয় মাঠ কর্মীরা। পুণের আকাশ ছেয়ে গিয়েছিল কালো মেঘে।  

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭