ইনসাইড গ্রাউন্ড

সাকিবকে নিয়ে যায় আসে না ভারতের, তাসকিনকে সমীহ


প্রকাশ: 18/10/2023


Thumbnail

ওয়ানডেতে বাংলাদেশ দারুণ পরাশক্তি তা গত কয়েক বছরের পারফর্মেন্সই বলে দেয়। তাই বলে সর্বশেষ কয়েকটি ম্যাচের ফলাফলে কি বাংলাদেশকে হাল্কাভাবে নেওয়া ঠিক হবে? বড় দলের থিঙ্ক ট্যাঙ্করা নিশ্চয় এই ভুল করবেন না। তাইতো তারা সাকিবকে ভাবনায় রাখলেও শক্তভাবে নিয়ে চাপ নেয়নি। তবে, তাসকিনকে দেখেছেন সমীহর চোখে।

সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ভারত বিশ্বকাপে সাকিব-মুশফিকরা। অথচ, এ দলটাকে নিয়েই কিনা আলোচনা হচ্ছে ভারতের বিপক্ষে আপসেট ঘটাতে পারবে? অথচ, সর্বশেষ পাঁচবারের দেখায় ভারত জিতেছে মাত্র ২বার আর বাংলাদেশ ৩বার।  

এক ওয়ানডেতে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন সাকিব। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিপক্ষে সাকিব উইকেট নিয়েছেন ২৯টি। এই তো গত বছরের ডিসেম্বরে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব।

সেই ম্যাচে সাকিব এক ওভারের মধ্যে ফিরিয়েছিলেন রোহিত-কোহলিকে। এই পরিসংখ্যান মাথায় রেখেই সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্ন যেহেতু বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের রেকর্ড তেমন একটা ভালো নয়, তাই সাকিবকে খেলার কৌশল কেমন হতে পারে?

 

সেই প্রশ্নের উত্তরেই ভারতের বোলিং কোচ বলেছেন, ‘সত্যি বলতে এই বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা জানি সে ভালো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে অনেক কিছু করেছে। চাম্পিয়ন ক্রিকেটার। কার্যকরী ব্যাটসম্যান, বোলিংও ভালো করে। দুর্দান্ত একজন ক্রিকেটার। তবে তাতে আমাদের কিছুই আসেযায় না।

তবে, ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বাংলাদেশের ফাস্ট বোলারদের দিয়ে কথা বলতে গিয়ে তাসকিন আহমেদকে প্রশংসায় ভাসিয়েছেন। বিশ্বব্যাপী যত ভালো পেসার আছে তাসকিন তাদের একজন বলেও মন্তব্য করেছেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭