ইনসাইড পলিটিক্স

রাজনৈতিক মামলায় বিএনপির ২২৯ জন নেতাকর্মী গ্রেপ্তার


প্রকাশ: 19/10/2023


Thumbnail

বিএনপির সমাবেশ এবং সামনের কর্মসূচি ঘিরে নতুন করে ধরপাকড় ও গ্রেপ্তার শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক মামলায় বিএনপির ২২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে আদালত ২১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া ১১ জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র ও পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৯৮ জন নেতা–কর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১১ জনকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বলেছেন আদালত।

বিএনপি বলছে, নয়াপল্টনের সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে নেতা-কর্মীরা ঢাকায় আসেন। তাঁদের রাস্তা এবং নগরীর বিভিন্ন হোটেল থেকে পুলিশ গ্রেপ্তার করে। এ ছাড়া ঢাকায় নেতা-কর্মীদের বাসাবাড়িতে অভিযান চালিয়েও অনেককে গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে পুরোনো বিভিন্ন রাজনৈতিক মামলায় রাজধানীর রমনায় ৫ জন, শাহবাগে ৫ জন, ধানমন্ডিতে ১৯ জন, হাজারীবাগে ১০ জন, যাত্রাবাড়ীতে ১৮ জন, ডেমরায় ৫ জন, শ্যামপুরে ৫ জন, কদমতলীতে ৬ জন, মতিঝিলে ৪ জন, পল্টনে ১৪ জন, শাহজাহনপুরে ১ জন, রামপুরায় ২ জন, সবুজবাগে ১ জন, তেজগাঁও ৫ জন, পল্লবীতে ১২ জন, কাফরুলে ৫ জন, মোহাম্মদপুরে ৫ জন, আদাবরে ৩ জন, গুলশানে ২ জন, বনানীতে ৩ জন, বাড্ডায় ১২ জন, ভাটারায় ২ জন, উত্তরখানে ২ জন, বিমানবন্দরে ১ জন, উত্তরা পশ্চিমে ২ জন, উত্তরা পূর্ব ২২ জন, তুরাগে ২ জন, কোতোয়ালিতে ২ জন, বংশালে ৩ জন, লালবাগে ২ জন, চকবাজারে ১ জন, কামরাঙ্গীরচরে ৭ জন, কলাবাগানে ৩ জন, নিউমার্কেটে ১ জন, দারুস সালামে ১ জন, খিলগাঁওয়ে ১ জন, মুগদায় ২ জন, সূত্রাপুরে ১ জন, গেণ্ডারিয়ায় ৩ জন ও ওয়ারী থানা এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও ঢাকা মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার ৫ টি থানা থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭