ওয়ার্ল্ড ইনসাইড

ইসরায়েলকে অব্যাহত অস্ত্র সহায়তা দেয়ায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ


প্রকাশ: 19/10/2023


Thumbnail

ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার লাখ লাখ মানুষের জীবন বর্তমানে বিপন্ন। যুক্তরাষ্ট্র এ যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে। শুধু সমর্থন জানিয়েই ক্ষান্ত হয়নি দেশটি, সামরিক সহায়তার ঘোষণাও দিয়েছে। একের পর এক রণতরী পাঠাচ্ছে। বিষয়টি ভালোভাবে নেয়নি এক মার্কিন কর্মকর্তা। প্রকাশ্যে পদত্যাগ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা।

সামাজিক মাধ্যম লিংকডইনে নিজের পদত্যাগপত্র পোস্ট করেছেন জশ পল নামের ওই মার্কিন কর্তকর্তা। ‘ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত অস্ত্র সহায়তা নিয়ে মতবিরোধ’ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

লিংকডইনে পোস্ট করা চিঠিতে তিনি লিখেছেন, আমার ভয়, আমরা আবারও সেই একই ভুলগুলো করছি যা আমরা বিগত দশকগুলোতে করে এসেছি। আমি আর এসবের অংশ হতে রাজি নই।

যুক্তরাষ্ট্রের জন্য অস্ত্র স্থানান্তর নিয়ে কাজ করা পল জানান, ‘এক পক্ষকে সমর্থন দিয়ে’ তাদের অস্ত্র সরবরাহ করতে থাকার এই কাজ তিনি আর করতে চান না।

তিনি বলেন, ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা আমাদেরই দায়িত্ব ছিল, তা যেই করুক না কেন।‘

উল্লেখ্য, ইসরাইলকে প্রতি বছর ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭