ইনসাইড গ্রাউন্ড

দারুণ সূচনা, প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৬৩


প্রকাশ: 19/10/2023


Thumbnail

বাংলাদেশ চায় সেমির লড়াইয়ে টিকে থাকতে। ভারত চায় জয়ের ধারা অব্যাহত রাখতে। লড়াইটা যদি জমে এই দুই ভাবনা মিলেই হয়তো জমবে। প্রথম পাওয়ার প্লেতে এখন পর্যন্ত ভালো অবস্থানে বাংলাদেশ। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমের সংগ্রহ ৬৩ রান।

 

লিটন আছেন ২১ ও তানজিদ তামিম ৪০ রানে অপরাজিত।

৮.৩ ওভারে বুমরাহর একটি হাভভলি বলে স্ট্রেইট ড্রাইভ করেন লিটন দাস। পা দিয়ে বল আটকাতে গিয়ে পিচেই মুচড়ে যায় ডান পায়ের সামনের অংশ। অনেক্ষণ খেলা বন্ধ থাকে। শেষমেষ বুমরাহকে মাঠের বাইরে চলে যেতে হয়। অবশেষে বুমরাহর বাকি ৩ বল করে ওভার শেষ করেন ভিরাট  

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন্স মাঠে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামে। নিয়মিত অধিনায়ক এবং ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান ইনজুরির কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি। তার জায়গায় আজ খেলছেন নাসুম আহমেদ। এবং তাসকিন আহমেদের জায়গায় এসেছেন হাসান মাহমুদ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭