ইনসাইড গ্রাউন্ড

ভয়ডরহীন শটে তানজিদ তামিমের প্রথম আন্তর্জাতিক ‘ফিফটি’


প্রকাশ: 19/10/2023


Thumbnail

তানজিদ হাসান তামিম ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন ৫৬ রান। তাকে নিয়ে দারুণ সমালোচনায় মুখর ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপে তামিম ইকবালের বিকল্প হিসেবে তিনি আরও সমালোচনায় বিদ্ধ হন। এবার শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেকে প্রমাণ করলেন ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে।

 

বিশ্বকাপে দলীয় চতুর্থ ম্যাচে এসে তানজিদ তামিম সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন। যদিও জাসপ্রিত বুমরাহকে খেলতে বেশ বেগ পেতে হয়েছে তামিমকে। তবে সিমার মোঃ সিরাজ, শার্দুল ঠাকুরকে দারুণভাবে খেলেছেন।

১৩. ৫ ওভারে ১২২ স্ট্রাইকরেটে ৪১ বলে তিনি ৫০ রান করেন। তামিম এই রান করেন দারুণ সব শর্টে। আন্তর্জাতিক ম্যাচে প্রথম ফিফটি করতে তিনি ৩টি ছক্কা ও ৫টি চারের মার মারেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭