ইনসাইড গ্রাউন্ড

৪৪ রান করতে ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ


প্রকাশ: 19/10/2023


Thumbnail

ভারত বিশ্বকাপে ওপেনিং জুটি থেকে বড় রান আসছিল না। বিশ্বকাপের ১৭তম ম্যাচ আর বাংলাদেশের চতুর্থ ম্যাচে এসে এই রান খরা কেটেছে। ৯৩ রানে তানজিদ তামিম প্রথম আন্তর্জাতিক ফিফটি পাবার পর আউট হলে ২৭ রান তুলতে ৩ উইকেট হারাতে হয় বাংলাদেশকে।

রান রেটের গড়ও কিছুটা নেমে গেছে। ১৪.৪ ওভারে ৫১ রান করে তামিম আউট হবার পর শান্ত জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন দলীয় ১১০ রানের মাথায় ৮ রান করে। ২৪.১ ওভারে সিরাজের বলে মেহেদি হাসান মিরাজ লোকেশ রাহুলের দূর্দান্ত ক্যাচে মিরাজ ফেরেন ব্যক্তিগত ৩ রানে। দলীয় রান তখন ছিল ১২৯।

এরপর লিটন তার স্বভাবজাত খেলাটিই খেলেছেন। ৫০ রান পার হবার পর তিনি কোনও একটি দূর্বল শট খেলেই আউট হয়ে তার দায়িত্ব শেষ করেন। এবারও তাই করলেন। ৮২ বলে ৬৬ রান করে ২৭.৪ ওভারে দলীয় ১৩৭ রানে তিনি আউট হয়ে আসেন লং অফে ক্যাচ দিয়ে।

 এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৩০.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে করেছে ১৪৬ রান। দুই অপরাজিত ব্যাটার মুশফিক ও হৃদয়। মুশি আছেন ৫ রানে আর হৃদয় আছে ৯ রানে। রান রেট ৫-এর কম। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭