ইনসাইড গ্রাউন্ড

৮ মাসের জন্য ফুটবলের বাইরে গেলেন নেইমার


প্রকাশ: 19/10/2023


Thumbnail

নেইমার মানেই চোট আর ইনজুরি যেন নেইমারের সমার্থক। নেইমার খেলছেন আর সেই আসরে একবারও চোটে পড়বেন না তা হয় না। আবারও নতুন চোটের খবর নেইমারের। ১৮ অক্টোবর কনমেবল অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আবারও বড় রকমের চোট পেয়েছেন আল-হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২-০ গোলে হারা ম্যাচটিতে ৩১ বছর বয়সী তারকাকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে শুয়ে, কান্নাভেজা চোখে।

মন্টিভিডিওতে ম্যাচের প্রথমার্ধের যোগ করা চতুর্থ মিনিটে চোট পান নেইমার। বাঁ পায়ের হাঁটু ক্ষতিগ্রস্ত হয়েছে তার, লিগামেন্ট ছিড়ে গেছে। সুস্থতার জন্য আবারও তাকে যেতে হবে ডাক্তারের ছুরি-কাঁচির নিচে।

শুরুতে বড় রকমের চোট মনে না করা হলেও আজ দুঃসংবাদ দিয়েছেন নেইমার। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে লেখেন, ‘এটা অত্যন্ত দুঃখের সময়, খুবই খারাপ সময়। জানি আমি শক্ত, তবে এই সময়ে আমার পরিবার-বন্ধুদের দরকার সবচেয়ে বেশি।’

 

নেইমারকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো স্পষ্ট নয়। স্বাভাবিকভাবে হাঁটুর চোট বা এসিএল ফেটে গেলে সুস্থ হয়ে ফিরতে ৮ থেকে ১০ মাস লাগতে পারে। এমনটা হলে আগামী কোপা আমেরিকায় তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। লাতিন আমেরিকার ফুটবল-যুদ্ধ শুরু হবে আগামী বছরের জুনে।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭