ইনসাইড গ্রাউন্ড

ফিলিস্তিন ইস্যুতে সব ম্যাচ বাতিল করলো আলজেরিয়া


প্রকাশ: 19/10/2023


Thumbnail

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে আলজেরিয়া। বুধবার আলজেরিয়ান ফুটবল ফেডারেশন (এফএএফ) জানায়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।

এই সিদ্ধান্ত গাজায় বর্বর ইহুদিবাদী হামলার শিকারদের শ্রদ্ধা এবং শহীদদের স্মৃতিকে সম্মান করে। এর আগে রোববার দক্ষিণ আফ্রিকার দেশটির ফুটবল সংস্থা জানিয়েছিল, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের সকল অফিসিয়াল এবং আন-অফিসিয়াল ম্যাচ আয়োজন করতে সম্মত হয়েছে।

এদিকে, মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলির সঙ্গে এক আলোচনায় গাজায় যুদ্ধে থেকে পালিয়ে বাঁচতে চাওয়া মানুষদের জন্য মানবিক করিডোর খোলার আহ্বান জানান শি জিনপিং । এছাড়া এ বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে চলমান সহিংসতা বন্ধে চীনের সমর্থনের কথাও বলেন তিনি।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭