ওয়ার্ল্ড ইনসাইড

ইহুদিদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে গুলিবিদ্ধ হয়েছিলেন ইমরান খান: সাবেক স্ত্রী


প্রকাশ: 19/10/2023


Thumbnail

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। জেমিমা একজন ইহুদি বংশোদ্ভূত এবং ইমরান খানের সঙ্গে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন বিতর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

২০২২ সালে একটি রাজনৈতিক সমাবেশে ইমরান খানকে গুলি করা হয়।  ইমরানের এ গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তিনি ইহুদিদের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য দায়ি বলে মন্তব্য করেছেন।

এক্স-হ্যান্ডেলের পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেছেন, ‘ইমরান খান ইহুদিদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তার সন্তানেরা পাকিস্তানে ইহুদি বিদ্বেষ এবং যুক্তরাজ্যে ইসলামফোবিয়ার মুখোমুখি হয়েছিল ‘

এক্সের পোস্টে জেমিমা বলেছেন, আমার সন্তানের বাবাকে গুলি করা হয়েছিল তার ইহুদিদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে- অর্থাৎ আমি সেই কারণ। ইতোমধ্যে, আমার সন্তানরা যুক্তরাজ্যে ইসলামোফোবিয়ার মুখোমুখি হয়েছে (এবং পাকিস্তানে ইহুদি বিদ্বেষ!)।’

তিনি আরও যোগ করেছেন, ‘আমি একটি মুসলিম দেশে দশ বছর ধরে বাস করেছি। গাজা ও পশ্চিম তীরেও আমি ছিলাম এবং ইসরায়েলের সঙ্গে আমার একটি ঐতিহাসিক পারিবারিক সম্পর্ক রয়েছে। ব্যক্তিগতভাবে আমি অসংখ্য হত্যার হুমকি পেয়েছি এবং এখনও পাচ্ছি। আমার ইহুদিত্ব এবং কয়েক দশক ধরে ইহুদি-বিরোধী অপব্যবহারের সম্মুখীন হয়েছি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭