ইনসাইড বাংলাদেশ

নির্বাচনের প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনও তৈরী হয়নি: ইসি


প্রকাশ: 20/10/2023


Thumbnail

সব রকম প্রস্তুতি পুরোদমে চললেও দেশে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশিত অনুকুল পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। গণমাধ্যমের সম্পাদকদের বরাবর পাঠানো এক ধারণাপত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।

সংসদ ভেঙে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রাজপথে সোচ্চার সরকারবিরোধী দল বিএনপি। অন্যদিকে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ। যার যার অবস্থানে থেকে পাল্টাপাল্টি কর্মসূচিও পালন করছে দুই দল। এ কারণে রাজনৈতিক বিশ্লেষকরা আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা বলছেন। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খুঁজছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু আমরা কেন, পুরো দেশবাসী সমঝোতা চায়। দেশের মানুষ আশঙ্কার মধ্যে থাকতে চায় না। আমরাও আশা করি, একটা রাজনৈতিক সমঝোতা হবে, যা দেশ ও জাতির জন্য ভালো হবে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচন কমিশনও ভোট অনুষ্ঠানে নিঃশঙ্কচিত্তে এগিয়ে যেতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ভোটের ভালো পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোরও আছে। কারণ, ভোটের মাঠে রাজনৈতিক দলগুলোই থাকবে। সেজন্য আমরা চাই দেশ ও জাতির কথা চিন্তা করে দলগুলো একটা সমঝোতার প্রক্রিয়ায় যাক। আমরা পেছনের দিকে যেতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

জানা গেছে, জাতীয় নির্বাচন নিয়ে ধারাবাহিকভাবে মতবিনিময় ও কর্মশালার অংশ হিসেবে এবার গণমাধ্যমের ৩৮ জন সম্পাদকের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। আগামী ২৬ অক্টোবর সকাল ১১টায় নির্বাচন ভবনে ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার ছাড়াও ইসি সচিব ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইতোমধ্যেই সম্পাদকদের সেই কর্মশালার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সূত্র জানায়, এবারের আমন্ত্রণপত্রের সঙ্গে একটি ধারণাপত্রও সংযুক্ত করে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেখানে আলোচনার বিশাল এক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। সেই ধারণাপত্রে বলা হয়েছে, ‘কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণ করার বিষয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরপরও বিভিন্ন মহল থেকে নির্বাচন কমিশনের ওপর অনাস্থা ব্যক্ত করা হচ্ছে। নির্বাচন প্রশ্নে সরকার ও কমিশনের বিষয়ে কিছু রাজনৈতিক দলের গণমাধ্যমে প্রচারিত অনাস্থা কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জনগণের আস্থা অর্জনের প্রয়াস আমরা অব্যাহত রেখেছি। তবে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল, সেটি এখনো হয়ে ওঠেনি। প্রত্যাশিত সংলাপ ও সমঝোতার মাধ্যমে মতভেদ নিরসন হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রধানতম দলগুলো নিজ নিজ সিদ্ধান্ত ও অবস্থানে অনড়। রাজপথে মিছিল, জনসমাবেশ ও শক্তি প্রদর্শন করে নিজ নিজ পক্ষে সমর্থন প্রদর্শনের চেষ্টা হচ্ছে। কিন্তু এতে প্রত্যাশিত মীমাংসা বা সংকটের নিরসন হচ্ছে বলে কমিশন মনে করে না।’

নির্বাচনকে গণতন্ত্রের প্রাণ ও বাহন উল্লেখ করে ধারণাপত্রে আরও বলা হয়, ‘নির্বাচন আয়োজনে যদি সংকট নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকে, তাহলে গণতন্ত্র বিপন্ন হওয়ার ঝুঁকি থেকে যায়।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭