ইনসাইড গ্রাউন্ড

পাকদের একটি ভুলের মাশুল ও অস্ট্রেলিয়ার জোড়া সেঞ্চুরি


প্রকাশ: 20/10/2023


Thumbnail

পাওয়ার প্লের শুরুতেই শর্ট মিড উইকেটে একটি ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়ার্নার। সেই সহজ ক্যাচটি মিস করার মাশুল দিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ দুজনই জোড়া সেঞ্চুরি করে দলকে শক্ত অবস্থানে রেখেছেন।

৩০.৪ ওভারে দলীয় ২১০ রানে ৮৫ বলে একশো রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন ওয়ার্নার। পরের বলেই (৩০.৫ ওভারে) চার মেরে মার্শ ৮৫ বলে ১০১ রান করে ফেলেন। ওয়ার্নারের সেঞ্চুরির সময় মার্শ নন স্ট্রাইক প্রান্তে ৯৭ রানে অপরাজিত ছিলেন।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া-পাকিস্তান মুখোমুখি হয়েছে। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

তবে চেন্নাইয়ের এম চিনাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন বিপদেই ডেকে এনেছে পাকিস্তান। পাকিস্তানি বোলারদের যেন ডট বলের ফুরসতই মিলছে না। অজি দুই ওপেনার তাদের প্রায় প্রতি বলকেই তুলোধুনো করে সীমানা ছাড়া করছেন।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ৩২.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৩১ রান করেছে। ওয়ার্নার ও মিচেল দুইজনই ১০৯ রানে অপরাজিত রয়েছেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭