ইনসাইড গ্রাউন্ড

কোহলির সেঞ্চুরির জন্য ‘নিশ্চিত’ ওয়াইড দেননি আম্পায়ার, কেন?


প্রকাশ: 20/10/2023


Thumbnail

ভারতের জয় তখন এক প্রকার নিশ্চতই। জিততে দরকার ছিল ২ রানের। আর কোহলির সেঞ্চুরি পেতে দরকার ৩ রানের। ৪২তম ওভার শুরু হয়েছিল মাত্র। টাইগার স্পিনার নাসুম আহমেদ ৪২তম ওভারে প্রথম বলটি লেগ সাইডে করেছিলেন। কোহলি বলের লাইন বুঝে শেষ মুহূর্তে বাঁ পা সরিয়ে নেন।

লেগ সাইড দিয়ে বল গ্রিপ করেন মুশফিকুর রহিম। সাধারণত এমন ডেলিভারি ওয়াইড হয়। কিন্তু ১৯ অক্টোবর বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার রিচার্ড কেটেলবরো নাসুমের ওই ডেলিভারিটি ওয়াইড না দেওয়ায় মাঠেই সবাই অবাক হয়ে যান। এ নিয়ে ক্রিকেট বিশ্বেই হয় নানা আলোচনা।

 

প্রশ্ন উঠেছে, ডেলিভারিটি কেন ওয়াইড দেওয়া হলো না? সিদ্ধান্তটা কি কোহলির সেঞ্চুরি নিশ্চিত করতে? সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়েছে অনেক লেখালিখি, হয়েছে সমালোচনা। পাকিস্তানের সাবেক অধিনায় ওয়াসিম আকরামও  একটি স্পোর্টস চ্যানেলের অনুষ্ঠানে এর সমালোচনা করেছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট সংবাদকর্মী ড্যানিয়েল চের্নি যেমন ওয়াইড না দেওয়ার সমালোচনা করে ‘এক্স’-এ পোস্ট করেন, ‘এটা লজ্জার।’ ভারতের সংবাদকর্মী হিমাংশু পারিকও একই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যেকোনো দিনেই এটা পরিষ্কার ওয়াইড। এমনকি কোহলির প্রতিক্রিয়াতেও সেটা বোঝা গেছে।’

 

বলের লাইন থেকে পা সরিয়ে নিয়ে আম্পায়ার কেটেলবরোর দিকে তাকিয়ে ছিলেন কোহলি। ইংরেজ আম্পায়ার দুই হাত প্রসারিত না করে চুপচাপ দাঁড়িয়ে থাকায় ভারতের ড্রেসিংরুমে হেসেছেন অনেকে। ভিডিওতেও তা দেখা গেছে। কিন্তু প্রশ্ন হলো, কেটেলবরো কেন নাসুমের ওই ডেলিভারি ওয়াইড দিলেন না। এর ক্রিকেটীয় ব্যাখ্যাটাই–বা কী?

 

অনেকেই মনে করছেন, কোহলির সেঞ্চুরির জন্যই বুঝি ওয়াইডটি দেওয়া হলো না! ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু ওয়াইড না দেওয়া নিয়ে ব্যাখ্যায় দাবি করেছে, বলের গতিপথ থেকে পা সরিয়ে নিয়েছেন কোহলি। তাঁর বাঁ পা পূর্বের জায়গায় থাকলে বল সম্ভবত প্যাডে লাগত। যেহেতু পা সরিয়ে নিয়েছেন কেটেলবরো, তাই ওয়াইড দেননি।

 

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়াইড ডেলিভারির ব্যাখ্যায় বলেছে, ‘একটি ডেলিভারি তখনই ওয়াইড হিসেবে গণ্য হবে, যখন এটি ব্যাট দিয়ে স্বাভাবিক স্ট্রোক খেলার নাগালের বাইরে থাকবে।’ তবে এমসিসির নিয়মে এটাও বলা আছে, ‘স্ট্রাইকার (ব্যাটসম্যান) যদি সরে গিয়ে বলটি ওয়াইড বানান, তাহলে আম্পায়ার সেটিকে ওয়াইড হিসেবে গণ্য করবেন না।’

 

যদিও ম্যাচের পর অফিশিয়াল সম্প্রচারক চ্যানেলের অনুষ্ঠানে ভারতের সাবেক ওপেনার দীপ দাশগুপ্ত বলেছেন, ‘বিরাট কোহলি লোকেশ রাহুল ও আম্পায়ারের সাহায্যে সেঞ্চুরিটি পেয়েছেন।’

 

কিন্তু ভারতের সাবেক আন্তর্জাতিক আম্পায়ার বিনায়ক কুলকার্নির যুক্তি, ‘ওয়ানডেতে সাধারণত কোনো বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে বের হয়ে গেলেই ওয়াইড। তবে স্ট্রাইকার না সরলে এবং বল তার পায়ে লাগলে সেটি ওয়াইড হবে না, এমনকি বল লেগ সাইড দিয়ে বের হয়ে যাওয়ার পথে থাকলেও। সহজ ভাষায়, স্ট্রাইকার সরে গিয়ে বলকে ওয়াইড বানাতে পারবেন না। কোহলি অফসাইডে একটু সরে না গেলে বল তার গায়ে লাগত। আর বল গায়ে লাগলে ওয়াইডের প্রশ্ন অবান্তর।’

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭