ইনসাইড গ্রাউন্ড

ছোট তামিমের প্রশংসায় কেএল রাহুল


প্রকাশ: 20/10/2023


Thumbnail

বিশ্বকাপটা মোটেও ভালো যাচ্ছিল না তামিম ইকবালের বিকল্প তানজিদ তামিমের। ব্যাটে রান না থাকায় খুব সমালোচিত হচ্ছিলেন। অবশেষে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এসে শক্তিশালী ভারতের বিপক্ষে ব্যাটে জবাব দিতে পেরেছেন তানজিদ তামিম।

জবাবটা মনে রাখার মতোও। বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রানের ওপেনিং জুটির পার্টনারশিপ গড়েছিলেন লিটন ও তামিম। ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে দুজনের জুটিতে আসে ৯৩ রান। তবে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি হয়ে যাওয়ার পর কেউই বেশিক্ষণ ক্রিজে টিক থাকতে পারেননি। ৫৩ রান করে বিদায় নেন ছোট তামিম, এরপর লিটন বিদায় নেন ৬৬ রান করে।

 

ম্যাচশেষে তরুণ ব্যাটার তামিমের ব্যাটিং নিয়ে মিক্সড জোনে জানতে চাওয়া হয় ভারতীয় উইকেটরক্ষক ও ব্যাটার লোকেশ রাহুলের কাছে। উত্তরে ভারতের এই ব্যাটার শুধু জানান, ‘তানজিদ খুব ভালো ব্যাটিং করেছে।’

পুনেতে ম্যাচের শুরুতে বড় জুটি গড়ার আভাস দিচ্ছিলেন দুই টাইগার ওপেনার লিটন ও তানজিদ তামিম। সেসময় ভারতের ভাবনাটা কী ছিল? উত্তরে রাহুল বলেন, ‘আমরা জানতাম এটা ভালো উইকেট। তারা ভালো শুরু পেয়েছে। আমরা আগেও এমন পরিস্থিতিতে ছিলাম যেখানে ওপেনাররা ভালো শুরু পেয়েছে, বল ভালোভাবেই ব্যাটে আসছিল। যখন ফিল্ডিং ছড়িয়ে যাবে, তখন রানরেট কমে যাবে। যখন আমরা কয়েকটা উইকেট পেয়েছি, তখন তাদের ওপর চাপ বেড়ে যায়।’

 

অন্যদিকে, বিশ্বকাপ নিজের প্রথম অর্ধশতক পাওয়া তামিম বলেন, ‘দল না জিতলে ইনিংসটা মূল্যহীন হয়ে যায়। দল জিতলে ভালো লাগে, যেটুকুই অবদান রাখতে পারি। যেটা হয়নি এটা নিয়ে চিন্তিত না। আমরা সামনের দিকে তাকাচ্ছি। এখনও কিন্তু আমাদের খেলা শেষ হয়নি। সামনে আমাদের পাঁচটা ম্যাচ আছে। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭