ইনসাইড গ্রাউন্ড

জামাই-শ্বশুর দুই আফ্রিদি যেখানে একই কীর্তি গড়লেন


প্রকাশ: 20/10/2023


Thumbnail

সম্পর্কে তারা জামাই-শ্বশুর। নামেও আছে মিল। এবার কীর্তিতেও মিলে গেল তাদের। বিশ্বকাপের এক ম্যাচে কোনো বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা আছে ৫৩টি। এর মধ্যে পাকিস্তানের বোলাররা ১০ বার নিয়েছেন ৫ উইকেট করে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দুবার করে বিশ্বকাপে ৫ উইকেট পাওয়ার ঘটনা আছে দুজন বোলারের।

কাকতালীয়ভাবে দুজনের নামেই আছে আফ্রিদি। তাঁরা আত্মীয়ও। এই দুই আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের জামাই-শ্বশুর—শাহিন শাহ আফ্রিদি ও শহীদ খান আফ্রিদি।

 

বিশ্বকাপের সেরা বোলিং ফিগারটা গ্লেন ম্যাকগ্রার। ২০০৩ বিশ্বকাপে পচেফস্ট্রুমে নামিবিয়ার বিপক্ষে ৭ ওভার বোলিং করে ৪টি মেডেনসহ ১৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার। সব মিলিয়ে বিশ্বকাপের এক ম্যাচে ৫ বা এর বেশি উইকেট পাওয়ার ঘটনা আছে ৬৬টি। এর মধ্যে পাকিস্তানের বোলারদের এই কীর্তি আছে দুবার।  

 

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি দুবার ৫ উইকেট নিয়েছেন একই বিশ্বকাপে। প্রথমবার ২০১১ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে। ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার হামবানটোটায় ৮ ওভার বল করে ১৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ৩ মার্চ কলম্বোয় ১০ ওভার বল করে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন কানাডার বিপক্ষে।

 

আর শাহিন আফ্রিদি বিশ্বকাপে প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ২০১৯ সালে। লর্ডসে বাংলাদেশের বিপক্ষে তিনি ৬ উইকেট নিয়েছিলেন ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে। আর আজ (২০ অক্টোবর) বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহিন আফ্রিদি ৫ উইকেট নিয়েছেন ১০ ওভারে ৫৪ রান ব্যয় করে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭