ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে অসিদের কাছে সপ্তমবারের মতো হার মানলো পাকিস্তান


প্রকাশ: 20/10/2023


Thumbnail

বরাবরই যা হয় পাকিস্তানের তাই হলো। ভালো শুরু করেও হঠাৎ করে ধ্বসে যাওয়া বৈশিষ্ট্য নিয়ে ম্যাচ থেকে ছিটকে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। অস্ট্রেলিয়া জিতে গেল ৬২ রানে। অস্ট্রেলিয়ার ৩৬৭ রানের জবাবে ৪৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৫ রানে গুটিয়ে যায়।

এ পর্যন্ত দুই দল ১৯৭৫ সাল থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত পরস্পরকে মোকাবেলা করেছে মোট ১১বার। এরমধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৭বার আর পাকিস্তান জিতেছে ৪ বার।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাকিস্তান দুই অজি ওপেনারের জোড়া সেঞ্চুরির পর কোণঠাসা অবস্থায় ছিল পাকিস্তান। তবে অল্প সময়ের মধ্যে ৩টি উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরার আভাস দেয় পাকিস্তান। তবুও বড় সংগ্রহই করেছে অজিরা।

 

ওপেনিংয়ে ৩৩.৪ ওভারে ২৫৯ রান। মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে জোড়া সেঞ্চুরিও তুলে নেন মিচেল মার্শ আর ডেভিড ওয়ার্নার। একটি উইকেটের জন্য রীতিমত হাহাকার করছিল পাকিস্তান।

 

অবশেষে ম্যারাথন ওপেনিং জুটিটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদী। শর্ট ফাইন লেগে উসামা মীরের হাতে ক্যাচ দেন মার্শ। ১০৮ বলে ১২১ রানের ইনিংসে ১০টি বাউন্ডারি আর ৯টি ছক্কা হাঁকান মার্শ। এটি তার ক্যারিয়ারসেরা ইনিংসও।

বিধ্বংসী ওপেনিং জুটি ভাঙার পরের বলে আরও একটি উইকেট তুলে নিয়েছেন শাহিন আফ্রিদী। মিড অনে তুলে মারতে গিয়ে বাবর আজমের ক্যাচ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (১ বলে ০)।

 

অস্ট্রেলিয়ার আরেক ব্যাটিং স্তম্ভ স্টিভেন স্মিথকে ইনিংস থিতু হতে দেননি উসামা মীর। লেগস্পিন বলে ফিরতি ক্যাচ ৭ রানে আউট করে ফিরিয়েছেন ডানহাতি এই ব্যাটারকে।

 

ওয়ার্নার তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি, মিচেল মার্শের সেঞ্চুরিটি ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয়। ওয়ার্নার থামেন ১৬৩ রানে। এছাড়া দলের পক্ষে আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি।

পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদী ১০ ওভার বল করে একটি মেইডেনসহ ৫৪ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া হারিস রউফ ৮ ওভারে ৮৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

জবাবে উদ্বোধনী জুটিতে দারুণ শুরুর পরও মিডল অর্ডারের চরম ব্যর্থতায় হেরে গেল পাকিস্তান। দুই উদ্বোধনী ব্যাটার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক করেন ৬৪ ও ৭০ রান। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৪৬ রান।

অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে পাক শিবিরে ধ্বস নামাম। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭