ইনসাইড গ্রাউন্ড

হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা


প্রকাশ: 21/10/2023


Thumbnail

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি।

বিশ্বকাপে দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে। হেরেছে একটি। অন্যদিকে ইংল্যান্ড তিন ম্যাচের দুটিতেই হেরেছে। জয় পেয়েছে একটি। 

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শুরুটাই ভালো হয়নি বিশ্বকাপে। প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে যায় ইংলিশরা। এরপর বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানে জিতলেও পরের ম্যাচেই আফগানিস্তানের কাছে ৬৯ রানে হেরে যায় ইংল্যান্ড।

বিপরীতে দুর্দান্ত প্রতাপে আসর শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গড়ে বিশ্বরেকর্ড। বিশ্বকাপ্ ইতিহাসের সর্বোচ্চ ৪২৮ রান তুলে জয় পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকেও নাস্তানাবুদ করে দেয় দলটি। তবে পরের ম্যাচে এসে হারায় খেই। পুচকে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় বাভুমা বাহিনী।

শেষ ম্যাচে অঘটনের ফাঁদে পড়া উভয় দলের জন্যই আত্মবিশ্বাস ফিরে পাবার মঞ্চ আজ। এই ম্যাচে হেরে গেলে সেমিফাইনালের দৌঁড় কঠিন হয়ে যাবে তাদের জন্যে। ফলে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে উভয়ে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭