ওয়ার্ল্ড ইনসাইড

এবার ইসরায়েলের রাজধানীতে রকেট হামলা


প্রকাশ: 21/10/2023


Thumbnail

দক্ষিণের পর এবার মধ্য ইসরায়েলে রকেট হামলা শুরু হয়েছে। এবার রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বাট ইয়াম, আশদদ শহরে। হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে রেড এলার্ট জারি করা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। 

প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট সন্ধ্যায় আইডিএফের সমাবেশে সেনাদের সঙ্গে দেখা করেছেন। তিনি এ সময় চলমান ক্যাম্পেইনের প্রসারণ ঘটলে বাহিনী প্রস্তুত আছে কি না তা যাচাই করেন বলে তার কার্যালয় জানিয়েছে।

গ্যালান্ট এ সময় কমান্ডার ও বিভিন্ন ইউনিটের সেনাদের সঙ্গে কথা বলেন। ইসরায়েলের আসন্ন স্থল অভিযানকে কেন্দ্র করে গাজা সীমান্তে দশ হাজার সেনা মজুদ করা হয়েছে।

গ্যালান্ট যখন সেনাদের সঙ্গে সময় কাটাচ্ছেন ঠিক সে সময় গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণের উপকূলীয় শহর আশকেলনে হামলা চালানো হয় বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। এ সময় একটি রকেট সরাসরি একটি বাসায় আঘাত হানে। এ সময় অনেক গাড়িও ধ্বংস হয় বলে জানায় ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭